logo
আপডেট : ৫ ডিসেম্বর, ২০২৪ ১১:০৭
বরিশাল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন
মামলার জট নিরসন ও সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত
বরিশাল ব্যুরো

মামলার জট নিরসন ও সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত

গতকাল বুধবার (৪ ডিসেম্বর) বরিশাল চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর সম্মেলন কক্ষে মামলার জট নিরসন ও সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে The probation of offenders ordinance ১৯৬০ এর বিধানসমূহ প্রতিপালন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সেলিম রেজা। উক্ত কর্মশালায় আর উপস্থিত ছিলেন স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) বিদ্যুৎ আদালত গৌতম কুমার ঘোষ, সিরিয়া জুডিসিয়াল

ম্যাজিস্ট্রেট সুমাইয়া রিজভী মৌরি, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেনেসাঁ খান, মোখলেছুর রহমান, সিহাবুর রহমান,। এ ছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন পিপি, এপিপি, জেলা আইনজীবী সমিতির সভাপতি, সম্পাদকসহ আদালতের আইনজীবী, সিজিএম কোর্টের নাজির মোঃ তারিকুল ইসলাম, এবং বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

 

ভোরের আকাশ/রন