পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের বিলডুমরিয়া গ্রামের মালিবাড়ী খালের উপর নির্মিত ব্রিজটি সম্প্রতি ভেঙে পড়ে। ফলে দুর্ভোগে পড়েছে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ছয় গ্রামের হাজারো মানুষ।
জানা গেছে, ইউনিয়ন পরিষদের অর্থায়নে নির্মিত হয়েছিল ব্রিজটি। পুরোনো এই ব্রিজটির উপরের কাঠের পাটাতন ও লোহার রেলিং খালের মধ্যে নুয়ে পড়েছিল অনেক আগেই। সরজমিনে গিয়ে দেখা গেছে, ব্রিজের মাঝের অংশটি ভেঙে খালে পড়ে গেছে। ব্রিজটি ভেঙে পড়ায় শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে ট্রলারে খাল পারাপার হতে হচ্ছে। এ ছাড়া ব্রিজের ভাঙা অংশে কচুরিপানা জমে থাকায় ছোট ট্রলার ও নৌকা ব্রিজের নিচ দিয়ে চলাচল করতে পারছে না।
নৌযান চালকরা জানান, ভাঙা অংশ দ্রুত অপসারণ না করলে খালে তাদের নৌযান চলাচল করা সম্ভব নয়। তাই তারা ভাঙা অংশ দ্রুত সরানোর দাবি জানিয়েছেন।
বিলডুমরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ চন্দ্র মিত্র বলেন, "ব্রিজটি ভেঙে যাওয়ায় আমরা শিক্ষার্থীদের পারাপারের জন্য ট্রলার ব্যবহার করছি। তবে সমস্যাটির স্থায়ী সমাধান একান্ত প্রয়োজন। এখানে শিক্ষার্থীদের পাশাপাশি জনসাধারণের চলাচলের জন্য একটি নতুন ব্রিজ নির্মাণ অত্যন্ত জরুরি।"
স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, "ব্রিজটি ভেঙে যাওয়ায় কয়েক গ্রামের মানুষ ও শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তাই যত দ্রুত সম্ভব নতুন ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।"
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ বলেন, "ব্রিজটি দ্রুত সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।"
ভোরের আকাশ/রন