logo
আপডেট : ৫ ডিসেম্বর, ২০২৪ ১১:৫০
চট্টগ্রামে জামিনে মুক্ত সাবেক এসপি বাবুল আক্তার
চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামে জামিনে মুক্ত সাবেক এসপি বাবুল আক্তার

চট্টগ্রামে আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার জামিনে মুক্তি পেয়েছেন।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি কেন্দ্রীয় কারাগার থেকে বের হন।

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. ইব্রাহীম।

এর আগে বুধবার (৪ ডিসেম্বর) বাবুলের শ্বশুর ও মামলার বাদী মোশাররফ হোসেন জামিননামা স্থগিত চেয়ে উচ্চ আদালতে আপিল করেন। আজ (বুধবার) শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত বাবুলের জামিন বহালের আদেশ দেন।

গত ২৭ নভেম্বর বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার হাইকোর্ট বেঞ্চ জামিনের আদেশ দিয়েছিলেন।

এদিন বাবুলের আইনজীবী শিশির মনির বলেছিলেন, মামলায় বাবুলের স্বীকারোক্তিমূলক কোনো জবানবন্দি নেই। তিন বছর সাত মাস ধরে তিনি কারাগারে রয়েছেন। সব বিবেচনায় নিয়ে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে। জামিনের আদেশ নিম্ন আদালতে যাওয়ার পর তাঁর কারামুক্তিতে আর কোনো বাধা থাকবে না।

এর আগে গত ১৪ আগস্ট চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে জামিন আবেদন করেছিলেন বাবুল আক্তার। পরে ১৮ আগস্ট বিচারক জামিন নামঞ্জুর করে আদেশ দেন। এরপর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন তিনি।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরের নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। ঘটনার সময় মিতুর স্বামী পুলিশ সুপার বাবুল আক্তার অবস্থান করছিলেন ঢাকায়। ঘটনার পর চট্টগ্রামে ফিরে তৎকালীন পুলিশ সুপার ও মিতুর স্বামী বাবুল আক্তার পাঁচলাইশ থানায় অজ্ঞাতপরিচয়দের আসামি করে একটি হত্যা মামলা করেন।

মামলায় স্ত্রী হত্যাকাণ্ডে স্বামী বাবুল আক্তারেরই সম্পৃক্ততা পায় পিবিআই। ২০২১ সালের ১২ মে আগের মামলায় চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। একইদিন বাবুল আক্তারকে প্রধান আসামি করে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দ্বিতীয় মামলাটি দায়ের করেন মিতুর বাবা সাবেক পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেন। ওইদিনই মামলাটিতে বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে পিবিআই। সেই থেকে কারাগারে রয়েছেন বাবুল।

 

ভোরের আকাশ/রন