logo
আপডেট : ৫ ডিসেম্বর, ২০২৪ ১৬:৪৯
নাজিরপুরে শ্রমিকদলের আহ্বায়ককে অবাঞ্ছিত ঘোষণা
কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

নাজিরপুরে শ্রমিকদলের আহ্বায়ককে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরের নাজিরপুরে উপজেলা শ্রমিকদলের নতুন কমিটির আহ্বায়ককে অবাঞ্ছিত ঘোষণা ও কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন কমিটি থেকে বাদ পড়া পদপ্রত্যাশীরা।

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) বেলা ১২টায় নাজিরপুর প্রেসক্লাবে পদবঞ্চিতরা এ সংবাদ সম্মেলন করেন।

লিখিত সংবাদ পাঠ করেন নতুন কমিটির সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সজল। এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, "গত ০২ ডিসেম্বর ২০২৪ তারিখে নাজিরপুর উপজেলায় শ্রমিকদলের একটি কমিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়। সদ্য ঘোষিত কমিটিতে যাকে আহ্বায়ক করা হয়েছে, তাকে নাজিরপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা চিনেন না।

এছাড়া, ওই কমিটিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিলুপ্ত কমিটির সদস্য সচিব শহিদুল ইসলাম শপুকে পুনরায় সদস্য সচিব করা হয়েছে। এতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। আমরা ইতিমধ্যে এই স্বজনপ্রীতি ও আওয়ামী লীগের লোকজন দিয়ে তৈরি করা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছি।

বর্তমান কমিটির আহ্বায়ককে অবাঞ্ছিত ঘোষণা করছি এবং এই কমিটি বাতিল করে ত্যাগীদের দিয়ে একটি নতুন কমিটি করার জোর দাবি জানাচ্ছি। আমরা দেশনায়ক তারেক রহমান, কেন্দ্রীয় শ্রমিকদল, জেলা বিএনপি, এবং উপজেলা বিএনপির হস্তক্ষেপ কামনা করছি।"

এ সময় উপস্থিত ছিলেন নতুন কমিটির উপদেষ্টা মো. হিরুয়ার রহমান মোল্লা, যুগ্ম আহ্বায়ক সুমন খান, আমিনুল ইসলাম স্বপন, সাফায়েত হোসেন খান, সদস্য সাইফুল ইসলাম চঞ্চল, মাহবুব খানসহ বর্তমান ও সাবেক কমিটির নেতৃবৃন্দ।

 

ভোরের আকাশ/রন