logo
আপডেট : ৫ ডিসেম্বর, ২০২৪ ২২:৩১
ফেনী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ফেনী জেলা প্রতিনিধি

ফেনী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সংস্কৃতি ও অর্থনীতিতে দেশের সমৃদ্ধ একটি জেলা ফেনী৷ কিন্তু নানা কারণে দেশজুড়ে ফেনী সমৃদ্ধির এ বিষয়টি চাপা পড়ে আছে। ফেনীতে কর্মরত সকল সাংবাদিক ও কর্মকর্তারা যদি আন্তরিকভাবে বিষয়টি উপলব্দি করতে পারেন, তাহলে সকলের সম্মিলিত প্রচেষ্টায় ফেনীর সুনাম দেশজুড়ে ছড়িয়ে দেয়া সম্ভব হবে। বিগত সময়ে অনেক কিছু হয়েছে। আগামীতে এসব বাদ দিয়ে সবাই ফেনীর সুনাম ছড়িয়ে দিতে কাজ করবো।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরের দিকে ফেনী রিপোর্টার্স ইউনিটির ১৫ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। আলোচনা সভার শেষে ইউনিটির সদস্য ও অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার পর র‍্যালীতে অংশ নেন।

ফেনী শহরের রাজাঝির দিঘীর পশ্চিম পাড়ে ইউনিটির প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচীতে ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, ফেনী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সদস্য ও অনুষ্ঠানের আহ্বায়ক দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।

ইউনিটির সাধারণ সম্পাদক এমএ জাফরের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান, প্রচার সম্পাদক আনম আবদুর রহিম, এবি পার্টির কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল,ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু তাহের, একেএম আবদুর রহিম, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান ও দৈনিক স্টার লাইন পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি জাফর উদ্দিন, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, ফেনী জেলা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এসোসিয়েশনের সভাপতি মো: হারুন উর রশীদ, প্রাথমিক শিক্ষক সমিতির মহাসচিব মহিউদ্দিন, সাংস্কৃতিক সংগঠক জাহিদ হোসেন বাবলু, ইউনিটির সাবেক সভাপতি এনামুল হক ও আরিফুল আমীন রিজভী, ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিনিধি আরএম আরিফুর রহমান, দাগনভূঁঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি এমএ তাহের, পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এমএ হাসান, ফুলগাজী প্রেসক্লাবের সভাপতি কবির আহমেদ নাছির ,বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আবুদল্লা আল জোবায়ের।

এছাড়াও অন্যান্যের মাঝে ফেনী সমিতি ঢাকার সিনিয়র সহ-সভাপতি মেজবাহ উদ্দিন সাঈদ সহ ইউনিটির সদস্য ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ভোরের আকাশ/মি