ফেনী মুক্ত দিবস আজ ৬ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার-আলবদর বাহিনীকে হটিয়ে ফেনীকে স্বাধীন ঘোষণা করা হয়েছিল। সকাল থেকে সশস্ত্র মুক্তিযোদ্ধারা তৎকালীন ক্যাপ্টেন জাফর ইমামের নেতৃত্বে দলে দলে ফেনী শহরে প্রবেশ করে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন।
ফেনী শহরবাসী ৫ ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার-আলবদর বাহিনীর সশস্ত্র মহড়া দেখেছিল। ফলে সকালে ‘জয় বাংলা’ স্লোগান শুনে অনেকেই হকচকিত হয়ে ওঠেন এবং অনেকে মুক্তিযোদ্ধাদের এ স্লোগান প্রথমে বিশ্বাসই করতে পারেননি। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই পরিচিত মুক্তিযোদ্ধাদের মিছিলে দেখতে পান। তখন লোকজনের ভুল ভাঙতে শুরু করে এবং ধীরে ধীরে মুক্তিযোদ্ধাদের সাথে সাধারণ মানুষও মিছিলে যোগ দিতে শুরু করেন। গগনবিদারী স্লোগানে এক পর্যায়ে ফেনী শহর হয়ে ওঠে মিছিলের নগরী।
ফেনী মুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আজ ৬ ডিসেম্বর শুক্রবার সকালে স্থানীয় পুরাতন জেল রোড ও কলেজ রোডের মোড়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে এবং এরপর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া বিভিন্ন সংগঠন নানা আয়োজনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করবে।
ভোরের আকাশ/রন