logo
আপডেট : ৬ ডিসেম্বর, ২০২৪ ১৫:১৭
সিরাজগঞ্জে র‌্যাবের হাতে গ্রেফতার
মাইক্রোবাসসহ ডাকাত দলের ৭ সদস্য
সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে র‌্যাবের হাতে গ্রেফতার

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সয়দাবাদ গোলচত্বরের মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে মাইক্রোবাসসহ ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১২-এর সদস্যরা।

আজ শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর কোম্পানির অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ৩টার সময় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সয়দাবাদ গোলচত্বরের ডান পাশে মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন:
১. পঞ্চগড় জেলার আটোয়ারী থানার মৃত জহির উদ্দিনের ছেলে মোঃ জমির খান (৩৯),
২. ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার বিজিডাঙ্গা গ্রামের মৃত আব্দুস ছালাম মুন্সির ছেলে চাকরিচ্যুত কনস্টেবল/১২৬৬৪ মোঃ কামরুজ্জামান (৪৪),
৩. রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার কাটাখালি বটতলা গ্রামের মৃত মোতালেবের ছেলে মোঃ জহুরুল শেখ সুমন (৩৩),
৪. কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার ধনঞ্জয় গ্রামের আব্দুল কাদেরের ছেলে মোঃ মিজানুর রহমান মিন্টু (২৭),
৫. ফরিদপুর জেলার মধুখালি থানার কাশিনাথপুর গ্রামের মীর নায়েব আলীর ছেলে মীর সোহেল হোসেন (২৬),
৬. যশোর জেলার ঝিকরগাছা থানার উত্তর দেউলিয়া গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে মোঃ রাজু (৩১),
৭. গোপালগঞ্জ জেলা ও থানার নকুরিরচর গ্রামের মৃত আফতাব মোল্লার ছেলে আইয়ুব মোল্লা (৫২)।

র‌্যাবের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ৫ ডিসেম্বর রাত ৩টার সময় র‌্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সয়দাবাদ সাকিনস্থ গোলচত্বরের ডান পাশে মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। গোপন সংবাদের ভিত্তিতে একটি হাইস মাইক্রোবাস থামানোর চেষ্টা করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাইক্রোবাসটি কৌশলে চেকপোস্ট পার হয়ে যাওয়ার চেষ্টা করলে সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় গাড়িটি আটক করা হয়।

আটকের পর ধৃত আসামিরা তাদের নাম-ঠিকানা প্রকাশ করে। ধৃত ২ নম্বর আসামি পুলিশের হ্যান্ডকাফ, ভুয়া পরিচিতি কার্ড, জুতা, ট্র্যাক স্যুট জ্যাকেট পরিধান করেছিল। অন্যান্য আসামিরা একত্রিত হয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিরা জানায়, তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছে। তাদের বাড়ি বিভিন্ন জেলায় হলেও তারা ঢাকার আশপাশে অবস্থান করে এবং ডাকাতির সময় একত্রিত হয়ে কার্যকলাপে অংশ নেয়।

পরে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।

 

ভোরের আকাশ/রন