সিরাজগঞ্জে অভিনব কায়দায় মাদকদ্রব্য পরিবহনকালে ৬৬০ গ্রাম হেরোইনসহ নিলুফা ইয়াসমিন (৩৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২-এর সদস্যরা।
আজ শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জ র্যাব-১২, সদর কোম্পানির অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর ২টা ২৫ মিনিটে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি চাপাইনবাবগঞ্জ জেলার জাদুপুর গ্রামের মো. সাহাবুল ইসলামের স্ত্রী নিলুফা ইয়াসমিন (৩৫)।
র্যাবের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, র্যাব-১২-এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম-এর দিকনির্দেশনায় গত ৫ ডিসেম্বর দুপুর ২টা ২৫ মিনিটে র্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় এবং র্যাব-১২-এর সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল পাকশী রেলওয়ে, সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে একটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৬০ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সঙ্গে থাকা হেরোইন ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও নগদ ১,৫০০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল।
পরে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ভোরের আকাশ/রন