logo
আপডেট : ৬ ডিসেম্বর, ২০২৪ ১৬:১৬
‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’
সাভার (ঢাকা) প্রতিনিধি

‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’

‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ১৪তম প্রজাপতি মেলা। মেলা ঘিরে উৎসবমুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো প্রজাপতিপ্রেমী ছুটে আসেন ক্যাম্পাসে।

নগর জীবনে এখন প্রজাপতির দেখা পাওয়া যায় না খুব একটা। তাই নিজ চোখে প্রজাপতি দেখার উদ্দেশ্যে রাজধানীসহ আশেপাশের নানা বয়সের দর্শনার্থীরা ভিড় করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই প্রজাপতি মেলায়। প্রজাপতির রঙে প্রকৃতির নান্দনিকতার এ যেন এক মেলবন্ধন।

মেলা উপলক্ষে সকালে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। মেলা ঘিরে দিনব্যাপী আয়োজনে ছিল শিশু-কিশোরদের জন্য প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা, প্রজাপতি ও প্রকৃতিবিষয়ক কুইজ প্রতিযোগিতা, প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী, আলোকচিত্র প্রতিযোগিতা, ডকুমেন্টারি প্রদর্শনী, প্রজাপতির হাট দর্শন, ঘুড়ি উড্ডয়ন, বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা ও প্রজাপতি চেনা প্রতিযোগিতাসহ নানা আয়োজন। এছাড়াও প্রজাপতির গল্পে পাপেট শো ও প্রজাপতির অরিগ্যামি প্যারেডসহ নানা আয়োজন। এছাড়া মেলায় প্রজাপতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য ব্যক্তি ও সংগঠন পর্যায়ে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে অভিভাবক ও শিশুদের ভিড়। মেলায় আসতে পেরে খুবই আনন্দিত তারা।

 

ভোরের আকাশ/রন