logo
আপডেট : ৬ ডিসেম্বর, ২০২৪ ১৮:৩৫
নোয়াখালীতে শীত বস্ত্র বিতরণ
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে শীত বস্ত্র বিতরণ

সামাজিক সংগঠন বাংলাদেশ যুব ঐক্য ফাউন্ডেশন-এর উদ্যোগে নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউপিতে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, নোয়াখালী-৪-এর সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ শাহজাহান বলেন, দলের মধ্যে কেউ অন্যায় করলে কাউকে ছাড় দেওয়া হবে না। দলের নামে চাঁদাবাজি, লুটপাট, হুমকি বা কোনো অপকর্মে জড়িত থাকলে, যত বড় নেতা হোন, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি শীতার্তদের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান।

০৬ ডিসেম্বর (শুক্রবার) বিকেল ৩ টায় কালাদরাপ ইউনিয়নের জামেয়া খুরশিদিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ যুব ঐক্য ফাউন্ডেশনের সদস্য নিজাম উদ্দিনের সঞ্চালনায় ও কালাদরাপ ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম ক্যাশিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, নোয়াখালী-৪-এর সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান।

বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর আলো, নোয়াখালী জেলা জজ কোটের সাবেক পিপি এডভোকেট শাহাদাত হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্যাহ বাহার হিরন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম, নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, চর জব্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহ মিয়া।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আজাদ উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ইশরাক, যুব ঐক্য ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ ইব্রাহিম খলিল, সিনিয়র সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিন রুবেল, কোষাধ্যক্ষ আজগর হোসেন সুমন।

অনুষ্ঠানে ৮০০ অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বাংলাদেশ যুব ঐক্য ফাউন্ডেশন সংগঠনটি বিভিন্ন সময় ত্রাণ সামগ্রী বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, বৃক্ষ রোপণ, অসহায় রোগীদের চিকিৎসা প্রদানসহ মাদক নির্মূল ও বাল্যবিবাহ, ইভটিজিং বন্ধে কাজ করে যাচ্ছে। বিগত ৪ বছর ধরে সংগঠনটি অসহায়, হতদরিদ্রদের জন্য কাজ করে যাচ্ছে।

 

ভোরের আকাশ/রন