logo
আপডেট : ৭ ডিসেম্বর, ২০২৪ ১২:৫৬
চট্টগ্রাম আইনজীবী আলিফ হত্যা মামলার গ্রেপ্তার ২ আসামির রিমাণ্ড
জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

চট্টগ্রাম আইনজীবী আলিফ হত্যা মামলার গ্রেপ্তার ২ আসামির রিমাণ্ড

চট্টগ্রাম জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার চন্দন দাস (৩৫) ও রিপন দাস (২৭) নামে দুই আসামির ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম কাজী শরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন।

সিএমপির অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলায় আসামি চন্দন দাস ও রিপন দাসকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে চন্দনের সাতদিন ও রিপনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।

এর আগে বুধবার (৪ ডিসেম্বর) রাতে ভৈরব উপজেলা থেকে মামলার প্রধান আসামি চন্দনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় আরেক আসামি রিপন দাসকে আনোয়ারা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গত ২৯ নভেম্বর আলিফ হত্যায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করে আলিফের বাবা জামাল উদ্দীন বাদী হয়ে মামলা করেন।

মামলার আসামিরা হলেন- কোতোয়ালী থানাধীন বান্ডেল রোড সেবক কলোনি এলাকার বাসিন্দা চন্দন, আমান দাস, শুভ কান্তি দাস, বুঞ্জা, রনব, বিধান, বিকাশ, রমিত, রুমিত দাশ, নয়ন দাস, গগন দাস, বিশাল দাস, ওমকার দাস, বিশাল, রাজকাপুর, লালা, সামির, সোহেল দাস, শিব কুমার, বিগলাল, পরাশ, গণেশ, ওম দাস, পপি, অজয়, দেবী চরণ, দেব, জয়, দুর্লভ দাস ও রাজীব ভট্টাচার্য্য।

অন্যদিকে ২ ডিসেম্বর সাইফুল হত্যা মামলায় নয়জনকে শ্যোন অ্যারেস্ট দেখান আদালত। তারা হলেন—রুমিত দাস, সুমিত দাস, গগন দাস, নয়ন দাস, বিশাল দাস, আমান দাস, মুন মেথর, রাজীব ভট্টাচার্য্য ও দুর্লভ দাস।

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা শাখা।

পরদিন ২৬ নভেম্বর চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানায় করা রাষ্ট্রদ্রোহ মামলায় তাঁকে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়। এদিন আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর তাকে পুলিশের প্রিজন ভ্যানে তোলা হয়। এসময় তাঁর অনুসারীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে পুলিশ ও বিজিবি লাঠিপেটা এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলাকালে বিকেলে রঙ্গম কমিউনিটি হল এলাকায় হত্যা করা হয় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে।

 

ভোরের আকাশ/মি