বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সিরাজগঞ্জে শহীদ সুমন শেখের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাটারিচালিত অটোরিকশা প্রদান করা হয়েছে।
আজ রবিবার (৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসনের কার্যালয় থেকে শহীদ সুমনের পরিবারের হাতে অটোরিকশাটি হস্তান্তর করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহম্মেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম, পুলিশ সুপার মো. ফারুক হোসেন, লে. কর্নেল নাহিদ আল আমিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান।
উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সিরাজগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর গুলিতে নিহত হন বিএনপির কর্মী সুমন শেখ।
ভোরের আকাশ/রন