"নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি"—এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উদ্দীপন শিশু ও যুব ক্লাব পিরোজপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ উপলক্ষে ৯ ডিসেম্বর সোমবার সকাল ১০টায় উদ্দীপনের নিজস্ব কার্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
উদ্দীপন পিরোজপুর আঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. কাইয়ুম হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালেদা আক্তার হেনা, সাংগঠনিক সম্পাদক, জেলা মহিলা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শহিদুল ইসলাম, জোনাল ব্যবস্থাপক, উদ্দীপন পিরোজপুর জোন; নাজমা বেগম, সিনিয়র প্রশিক্ষক, উদ্দীপন, পিরোজপুর; মো. মেহেদী হাসান, উদ্যোক্তা উন্নয়ন ব্যবস্থাপক, উদ্দীপন; কবি আহসান হাবিব, উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র। ক্লাব সদস্য সানজিদা আফরিন সাফার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অমিত বিশ্বাস, প্রোগ্রাম অফিসার, উদ্দীপন সামাজিক প্রকল্প।
বক্তব্য রাখেন ক্লাব সদস্যদের পক্ষে শিশু ও যুব সদস্য হালিমা তুজ সাদিয়া ও মারিয়া আক্তার মিম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব সহায়ক বিজলী হালদার, আমন্ত্রিত অতিথি, অভিভাবক সদস্য এবং উদ্দীপন শিশু ও যুব ক্লাবের সদস্যবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ সফল করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নারী ও শিশু অধিকার বাস্তবায়নে আইনের সঠিক প্রয়োগ এবং সমাজের সব শ্রেণির নাগরিকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে নারী নির্যাতন প্রতিরোধ সম্ভব। বক্তারা আরও বলেন, সমাজের প্রতিটি ক্ষেত্রে নারী-পুরুষের সমতা নিশ্চিত করতে হবে। নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটলে বা আশঙ্কা দেখা দিলে সহায়তার জন্য সরকারি হটলাইন ১০৯-এ যোগাযোগ করার পরামর্শ দেন।
তাঁরা বলেন, পরিবার, সমাজ এবং কর্মক্ষেত্রে নারীর প্রতি সহিংসতা, নির্যাতন এবং ইভটিজিং বন্ধ হলে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন সফল হবে।
ভোরের আকাশ/রন