ঘন কুয়াশার কারণে মঙ্গলবার (১০ ডিসেম্বর) দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রায় ৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। কুয়াশার ঘনত্ব কমার পর ওই দিন সকাল সাড়ে ৯টার দিকে ফেরি সার্ভিস চালু করা হয়। এর আগে সোমবার (০৯ ডিসেম্বর) দিনগত মধ্যরাত থেকে নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে শুরু করে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। এক পর্যায়ে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠলে দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৬টা থেকে ওই নৌরুটে সকল ফেরি চলাচল বন্ধ করে বিআইডাব্লিউটিসি কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডাব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) নূর মোহাম্মদ ভূইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে দেড় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় দৌলতদিয়া ঘাটে অল্প কিছু গাড়ি ফেরি পারাপারের অপেক্ষায় আটকে ছিল।’ বর্তমান দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ছোট-বড় মিলে মোট দশটি ফেরি চলাচল করছে বলে তিনি জানান।
ভোরের আকাশ/রন