আপডেট : ১০ ডিসেম্বর, ২০২৪ ১৪:৪৪
মানবাধিকার দিবস
সিরাজগঞ্জ ছাত্রদলের মানববন্ধন
সিরাজগঞ্জ প্রতিনিধি
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল জেলা শাখার নেতা-কর্মীরা।
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজ গেটে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বিগত ১৫ বছরে গুমের শিকার ছাত্রদলের নেতা-কর্মীদের মুক্তি, আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হত্যা, নির্যাতন ও হামলার ন্যায্য বিচার নিশ্চিত করার দাবি জানান।
ভোরের আকাশ/রন