logo
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২৪ ১৮:০৪
লায়ন্স ক্লাব ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক

লায়ন্স ক্লাব ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫বি৩ এবং লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে গত ৬ এবং ৭ই ডিসেম্বর কুমিল্লা এবং চাঁদপুর জেলার বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। লায়ন্স জেলা গভর্নর জনাব সাব্বির এম সায়েম এর নেতৃত্বে এই ত্রাণ বিতরণের আয়োজন করা করা হয়। এতে উপস্থিত ছিলেন পিডিজি ফোরামের চেয়ারম্যান ডক্টর সিরাজুল হক চৌধুরী, এলসিএইএফ কমিটি চেয়ারপারসন জনাব পিডিজি শামসুল আলম খোকন, কেবিনেট সেক্রেটারি হারুন উর রাশিদ, কেবিনেট ট্রেজারার মো: শহিদুল ইসলাম, আরসি নাদিরা বেগম মল্লিকা, আরসি আব্দুল্লাহ খালেদ, আরসি সাকি কাওসার, লায়ন্স ক্লাব অফ চাঁদপুর রূপালীর প্রেসিডেন্ট আরসি খোরশেদ আলম বাবুল, আরসি আবুল বাসার মিন্টু, আরসি মাহাবুবুল হুদা, আরসি আরিফুল ইসলাম প্রমুখ। চাঁদপুরের হাজীগঞ্জ এবং ফরিদগঞ্জ উপজেলার দুইটি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ জনগণের মাঝে ত্রাণ বতরণ করা হয়।

প্রধান অতিথি ক্ষতিগ্রস্থদের মাঝে চাল, ডাল, তেল ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সহ গৃহ-সংস্কার উপকরণ তুলে দেন। তিনি এলাকার বিত্তবানদেরকে বন্যা দুর্গতদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানান।

 

ভোরের আকাশ/মি