logo
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২৪ ১৮:০২
ফেনীতে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী হত্যার দ্রুত বিচারের দাবি
ফেনী জেলা প্রতিনিধি

ফেনীতে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী হত্যার দ্রুত বিচারের দাবি

ফেনীতে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আহনাফ আল নাশিতকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে না পাওয়ায় হত্যার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী শহর শাখা। গত বৃহস্পতিবার রাতে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বড় মসজিদ হয়ে দোয়েল চত্বরে সমাবেশ করে।

এসময় বক্তারা বলেন, ফেনীর দেওয়ানগঞ্জ রেললাইনের পাশে ১০ বছর বয়সী চতুর্থ শ্রেণির স্কুল শিক্ষার্থী আহনাফের মরদেহ উদ্ধারের নির্মম ও বেদনাদায়ক ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি। এই নৃশংস হত্যাকাণ্ড আমাদের সমাজের মানবিক অবক্ষয়ের চরম উদাহরণ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ফেনী শহর শাখার পক্ষ থেকে এই ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানায়।

বক্তারা সংশ্লিষ্ট প্রশাসনকে আহ্বান জানিয়ে বলেন, তদন্ত প্রক্রিয়া যেন স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দ্রুত সম্পন্ন হয় এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হয়। অন্যথায় কঠোর কর্মসূচির মুখোমুখি হতে হবে।

ফেনী শহর শাখার সহ-সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ মিসবাহ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সহ-সভাপতি আলী আহমদ ফোরকান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ফেনী জেলার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, ছাত্র আন্দোলন ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ নাদের চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মীর হোসাইন হৃদয়, কওমি মাদরাসা সম্পাদক ওমর বিন জামাল, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক জুনায়েদ আহমদ, কার্য-নির্বাহী সদস্য ইব্রাহিম সহ পৌর শাখা ও বিভিন্ন ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।

 

ভোরের আকাশ/মি