ফেনীর সামাজিক সংগঠন তারুণ্যের বন্ধনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফেনী জেলার সমন্বয়ক যোবায়ের বিন ওবায়েদ, সামাজিক সংগঠক শরিফুল ইসলাম অপু, তারুন্যের বন্ধনের প্রতিষ্ঠাতা নুর নবী হাসান,ওসমান গনী রাসেল,সাবেক সভাপতি নিষাদ আদনান,বর্তমান সেক্রেটারি মিরাজ উদ্দীন আহমেদ, রক্ত কনিকা বাংলাদেশের সভাপতি খন্দকার সুমন, ফেনী ব্লাড ডোনেট এসোসিয়েশনের সভাপতি নুর করিম মুন্না,চিত্র সাংবাদিক দুলাল তালুকদার, মানবিক পুলিশ নুর আলম মনির, গ্রীন ফোকাস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি এম ডি শাহিন, সানভির শাওন,মাশরুর প্রমুখ।
বৃহস্পতিবার রাতে শহরের রেল স্টেশন,জেনারেল হাসপাতাল ও বিভিন্ন রাস্তার পাশে অবস্থানকারী অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
ভোরের আকাশ/মি