সাতকানিয়া থানার একাধিক মামলার আসামি এবং ছাত্র-জনতার আন্দোলনে সরাসরি হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কেঁওচিয়া ইউনিয়নের সামিয়ার পাড়া এলাকার মোঃ সোলায়মানের পুত্র মোঃ ফারুক ওরফে ডাকাত ফারুক (২৭) কে সাতকানিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে।
আজ শুক্রবার ভোররাতে সাতকানিয়া থানাধীন জনার কেঁওচিয়া সাকিনের সামিয়ার পাড়া এলাকায় অভিযান চালিয়ে বিশেষ টিম তাকে গ্রেফতার করে। সাতকানিয়া থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারের পূর্বে তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছিল।
থানা সূত্রে জানা যায়, ফারুক একজন দুর্ধর্ষ প্রকৃতির ব্যক্তি। (৪ আগস্ট) কেরানীহাটে ছাত্র আন্দোলনের মিছিলে সরাসরি হামলার সঙ্গেও তিনি জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তাফা কামাল খান বলেন, "তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।"
ভোরের আকাশ/রন