logo
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২৪ ১৫:০১
মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুত
সাভারের জাতীয় স্মৃতিসৌধ
সাভার (ঢাকা) প্রতিনিধি

মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুত

১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। এটি আমাদের স্বাধীনতা সংগ্রামের সর্বোচ্চ গৌরবের দিন। ১৯৭১ সালের এই দিনে, ৩০ লাখ শহীদের রক্ত ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বাঙালি জাতি চূড়ান্ত বিজয় অর্জন করে। দখলদার পাকিস্তান সেনাবাহিনীকে নিঃশর্ত আত্মসমর্পণে বাধ্য করা হয়। এ বছর ৫৩তম বিজয় দিবসে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করবেন।

স্মৃতিসৌধের প্রস্তুতি

সাভারের জাতীয় স্মৃতিসৌধ ইতোমধ্যে মহান বিজয় দিবসের আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত। সৌধ চত্বর জুড়ে চলছে সৌন্দর্য বর্ধনের নানা কাজ। ধোয়ামোছার পাশাপাশি বাহারি রঙের ফুলের চারা রোপণ এবং পুরোনো ফুলগাছের ডালপালা ছাঁটাই করা হয়েছে। সৌধের বিভিন্ন সিঁড়ি ও গুরুত্বপূর্ণ স্থানে রংতুলির আঁচর দেওয়া হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে গিয়ে দেখা গেছে, চত্বরের চারপাশে শতাধিক টবে বিভিন্ন ফুলগাছ শোভা পাচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে ওয়াচ টাওয়ার, উচ্চমাত্রার সিসিটিভি ক্যামেরা, এবং আইনশৃঙ্খলা বাহিনীর ডগ স্কোয়াড সক্রিয় রয়েছে।

বিজয় দিবসের কার্যক্রম

১৬ ডিসেম্বর প্রথম প্রহরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর লাখো মানুষের ঢল নামবে স্মৃতিসৌধ প্রাঙ্গণে। গণপূর্ত বিভাগ জানিয়েছে, স্মৃতিসৌধের ফটক থেকে মিনার পর্যন্ত পুরো এলাকা ধুয়ে-মুছে পরিস্কার করা হয়েছে। সৌধ চূড়া ও লেক পরিষ্কার করার পাশাপাশি লাল-সবুজ আলো স্থাপন করা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা

নিরাপত্তা জোরদার করতে পুলিশ ও আনসার ক্যাম্প সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন জানান, ১০ দিন আগে থেকেই নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে। সাভার স্মৃতিসৌধসহ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। বিজয় দিবসের দিন মধ্যরাত থেকেই ট্রাফিক কার্যক্রম পরিচালিত হবে।

সকলের অংশগ্রহণ

পুলিশের পাশাপাশি রাজনৈতিক দলগুলোও প্রস্তুত রয়েছে। বিএনপি ও তাদের অঙ্গসংগঠন জানিয়েছে, তারা অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে স্মৃতিসৌধের আনুষ্ঠানিকতা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও বিজয় দিবস উদযাপন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ হবে, এমনটাই প্রত্যাশা সবার।

 

ভোরের আকাশ/রন