logo
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২৪ ১৫:৩৩
সিরাজগঞ্জ মাওলানা ভাসানী ডিগ্রি কলেজ
একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত
সিরাজগঞ্জ প্রতিনিধি

একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত

সিরাজগঞ্জের মাওলানা ভাসানী ডিগ্রি কলেজে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান আজ রবিবার (১৫ ডিসেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি মকবুল হোসেন চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা বিএনপি সভাপতি রুমানা মাহমুদ। তিনি নবাগত শিক্ষার্থীদের বরণ করার পাশাপাশি দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

রুমানা মাহমুদ তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "লেখাপড়ার পাশাপাশি ভালো কাজ করতে হবে। ভালো বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে এবং সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া চর্চার মাধ্যমে সু-নাগরিক হয়ে উঠতে হবে। একাডেমিক কার্যক্রমে মনোযোগ দেওয়ার পাশাপাশি শিক্ষকদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে। শিক্ষার্থীরা শিক্ষকদের সালাম দিয়ে অভিবাদন জানাবে, যা শৃঙ্খলাপূর্ণ আচরণের অংশ।"

তিনি আরও বলেন, "যমুনা নদীতে সাঁতার না জানলে পানিতে নামা বিপজ্জনক। সম্প্রতি সাঁতার না জানার কারণে এক মর্মান্তিক দুর্ঘটনায় হোসেনপুরে জুয়েলের একমাত্র ছেলে জিহাদের মৃত্যু হয়েছে। তাই সবার প্রতি সাঁতার শেখার গুরুত্ব আরোপ করছি।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল হাসান রঞ্জন, মোঃ হারুন অর রশিদ খান হাসান এবং কলেজ গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য তানভীর মাহমুদ পলাশ।

এছাড়া বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জু, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ এবং মাওলানা ভাসানী কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল লতিফ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) জেলা শাখার আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ রানা, সালমান জোয়ার্দার ও আমানুল্লাহ আসিফ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা ভাসানী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সিরাজ উদ্দিন।

 

ভোরের আকাশ/রন