logo
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২৪ ১৭:৫৫
ফেনী সেন্ট্রাল পাবলিক স্কুল
বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান
ফেনী জেলা প্রতিনিধি

বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান

ফেনী সেন্ট্রাল পাবলিক স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণ উৎসব এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে। রবিবার স্কুল সংলগ্ন মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা।

অধ্যক্ষ মোহাম্মদ জহির উদ্দিন বাবরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবিসি নিউজ এবং দ্য ডেইলি অবজারভার-এর ফেনী জেলা প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া। বক্তব্য রাখেন ফেনী সেন্ট্রাল পাবলিক স্কুলের পরিচালক জি এম মাইন উদ্দিন, অ্যাডভোকেট কামরুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারণ সম্পাদক মো. ইদ্রিস আলী এবং দৈনিক অজেয় বাংলা-এর নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁইয়া।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফেনী সেন্ট্রাল পাবলিক স্কুলের শিক্ষক ওমর ফারুক। এতে বিপুলসংখ্যক এলাকাবাসী, অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন। পাশাপাশি প্রাথমিক শিক্ষা সমাপনী, জেএসসি এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

 

ভোরের আকাশ/রন