logo
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৩
পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্রদের ওপর হামলার অভিযোগ
পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্রদের ওপর হামলার অভিযোগ

মহান বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে গিয়ে হামলা ও মারধরের শিকার হয়েছেন পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্ররা । হামলার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহাম্মদ মুছা খানসহ বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থী আহত হয়।

গতকাল সোমবার( ১৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে শহরের একটি রেষ্টুরেন্টে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মুশাহিদ হোসেন তালুকদার এই প্রতিবেদককে জানান। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা বিজয় দিবসের শ্রদ্ধা জানিয়ে ফিরে এসে নাস্তা করছিল।

হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম বাদী হয়ে পিরোজপুর সদর থানায় অজ্ঞাতনামা ৩০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মুশাহিদ হোসেন তালুকদার বলেন, বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা শ্রদ্ধা জানাতে বলেশ্বর নদীর পুরাতন খেয়াঘাটের শহীদ বেদিতে যাই। এ সময় সেখানে থাকা লোকজন আমাদের ‘গালমন্দ’ ও বিশ্ববিদ্যালয়ের নামে করা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ এর ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার জন্য নিয়ে যায়। পরে শহীদ বেদিতে ফুল দিয়ে ফেরার পথে শহরের ক্লাব রোডের একটি হোটেলে নাস্তা করার জন্য গেলে সেখানে আমাদের উপর কিছু অজ্ঞাতনামা লোকজন হামলা করে। হামলায় আমাদের প্রক্টরসহ ৬ জন গুরুতর আহত হন। পরে পুলিশ গিয়ে আমাদের উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ব্যানার ও ফেস্টুনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম থাকায় আওয়ামী বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীরা হামলা করেছে।

পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবাহান জানান, হামলার ঘটনায় পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি বাদী হয়ে ৩০ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন। জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।

 

ভোরের আকাশ/মি