logo
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২৪ ১৩:৫৫
মহান বিজয় দিবসে বরিশালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের শ্রদ্ধাঞ্জলি
বরিশাল ব্যুরো

মহান বিজয় দিবসে বরিশালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের শ্রদ্ধাঞ্জলি

গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

এরপর বরিশাল নগরীর ৩০ গোডাউন বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী আখতারুজ্জামান, উপসহকারী প্রকৌশলী আশিকুর রহমান, উপসহকারী প্রকৌশলী সাদিয়া সুলতানা জেবা এবং মোঃ আবু বক্করসহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানানোর একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে প্রশংসিত হয়েছে।

 

ভোরের আকাশ/রন