logo
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২৪ ১৫:১৭
মহান বিজয় দিবস উপলক্ষে
ডিএসইসি'র সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প
ভোরের আকাশ প্রতিবেদক

ডিএসইসি'র সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সদস্যদের জন্য একটি ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আগামী ২৩ ডিসেম্বর (সোমবার) জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় (আবদুস সালাম হলরুম)-এ ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের সহযোগিতায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম পরিচালিত হবে। কর্মসূচিটি সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে।

ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি কনসালটেন্সি, ডায়াবেটিস (RBS) পরীক্ষা, ব্লাড গ্রুপ চেকিং, ব্লাড প্রেশার (BP) পরিমাপসহ বিভিন্ন সেবা প্রদান করা হবে। পাশাপাশি অসুস্থ রোগীদের জন্য নির্দিষ্ট পরীক্ষায় বিশেষ ছাড়ের সুযোগ থাকবে।

সংগঠনের সভাপতি মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে ডিএসইসি’র সকল সদস্যকে যথাসময়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

ফ্রি মেডিকেল ক্যাম্প সংক্রান্ত যেকোনো তথ্য জানতে কল্যাণ সম্পাদক মো. সাফায়েত হোসেনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, এই কার্যক্রম শুধুমাত্র ডিএসইসি’র সদস্যদের জন্য প্রযোজ্য।

বার্তা প্রেরক
মো. সাফায়েত হোসেন
কল্যাণ সম্পাদক
ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)
মোবাইল: ০১৯১১৯৩০৩৩৮

 

ভোরের আকাশ/রন