logo
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২৪ ১৭:২১
নাজিরপুর
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সহায়তা প্রদান
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সহায়তা প্রদান

পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আটটি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন তার নিজস্ব তহবিল থেকে এই সহায়তা বিতরণ করেন। শ্রীরামকাঠী বন্দর কল্যাণ সমিতির আহ্বানে তিনি প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ তিন হাজার টাকা প্রদান করেন।

অগ্নিকাণ্ডের ঘটনা

গত ১২ ডিসেম্বর গভীর রাতে শ্রীরামকাঠী বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন রাত সাড়ে ১১টার দিকে মুদি ব্যবসায়ী শাহজাহানের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা কাজ করে।

ফায়ার সার্ভিসের নাজিরপুর স্টেশনের অফিসার মো. সোয়াইব হোসেন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এই ঘটনায় আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।” তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, তাদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।

সহায়তা বিতরণ ও উপস্থিত ব্যক্তিবর্গ

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ফরাজি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ লিলন, নাজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম সিপার, বন্দর কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা আলহাজ মো. শাহজাহান মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মো. মিজানুর রহমান খান, সমিতির সভাপতি নাসির আহম্মেদ মল্লিক ও সাধারণ সম্পাদক মাজেদুল কবির রাসেল। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম শামীম হাওলাদার, সদস্য সচিব তারেকুল আব্দুল বাপ্পি ও বন্দর কল্যাণ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

অধ্যক্ষ আলমগীর হোসেন ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি জানিয়ে বলেন, “সরকারি সহায়তা পাওয়ার জন্য আমি সর্বোচ্চ সহযোগিতা করবো।” তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং তাদের পুনর্বাসনের জন্য যথাসাধ্য চেষ্টা করবেন বলে আশ্বাস দেন।

শ্রীরামকাঠী বন্দর কল্যাণ সমিতির তত্ত্বাবধানে আয়োজিত এই সহায়তা কার্যক্রমে স্থানীয়রা অধ্যক্ষ আলমগীর হোসেনের ভূমিকাকে অত্যন্ত প্রশংসনীয় বলে অভিহিত করেছেন।

 

ভোরের আকাশ/রন