সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।
আজ বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর সামনে বগুড়া-নগরবাড়ী মহাসড়ক অবরোধ করে তারা কর্মসূচি শুরু করেন। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে এক দফা দাবি নিয়ে বিভিন্ন স্লোগান দেন। উল্লেখযোগ্য স্লোগানগুলো ছিল—"আমার ক্যাম্পাস, আমার ঘর, থাকবো না আর যাযাবর", "সবার যখন সজ্জিত, আমরা কেনো বঞ্চিত", এবং "আর নয় আশ্বাস, দিতে হবে ক্যাম্পাস"।
পরে দুপুর ১টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। তিনি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নের আশ্বাস দিয়ে বলেন, "জনসাধারণের দুর্ভোগ যাতে না হয়, সেই কারণে তোমাদের আমি বিনীতভাবে অনুরোধ করবো কর্মসূচি বন্ধ নয়, আপাতত স্থগিত রাখার। আমরা তোমাদের দাবির পক্ষে কাজ করবো এবং এ বিষয়ে আমাদের কোনো দ্বিমত নেই।"
উপাচার্যের আশ্বাসের পর শিক্ষার্থীরা তাদের কর্মসূচি স্থগিত করেন। তবে তারা জানান, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন।
ভোরের আকাশ/রন