পিরোজপুরের নাজিরপুরে মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরের বিজয় মেলায় সেরা স্টল ক্যাটাগরিতে নাজিরপুর প্রেসক্লাব পুরস্কৃত হয়েছেন।
মেলায় সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, ব্যবসায়ী প্রতিষ্ঠানসহ মোট ২০টি স্টল অংশগ্রহণ করে। মেলা উদযাপন কমিটি ও উপজেলা প্রশাসন ৩টি স্টলকে সেরা স্টল ক্যাটাগরিতে নির্বাচিত করে পুরস্কৃত করে।
সার্বিক কার্যক্রমের পর্যালোচনা অনুযায়ী প্রথম স্থান অধিকার করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, দ্বিতীয় স্থান অধিকার করে কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদ, এবং তৃতীয় স্থান অধিকার করে নাজিরপুর প্রেসক্লাব।
১৬ই ডিসেম্বর রাতে বিজয় মেলার সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও বিজয় মেলার সভাপতি অরূপ রতন সিংহ, নির্বাহী অফিসারের সহধর্মিনী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ ও তার সহধর্মিনী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদ আল ফরিদ ভূইয়া ও তার সহধর্মিনী সেরা স্টল বিজয়ীদের হাতে সম্মাননা পুরস্কারের স্মারক তুলে দেন। এ ছাড়া, সেরা স্টল ক্যাটাগরিতে তৃতীয় স্থান অধিকারী নাজিরপুর প্রেসক্লাবের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন নাজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস,এম সিপার।
ভোরের আকাশ/রন