ওলামা দলের বরিশাল বিভাগীয় কর্মী সমাবেশ গত বুধবার বরিশাল শিল্পকলা একাডেমীর হলরুমে অনুষ্ঠিত হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই সমাবেশের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের আরেক উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
উদ্বোধনী বক্তব্যে মজিবর রহমান সরোয়ার বলেন, “ভারত বাংলাদেশ নিয়ে যে চক্রান্তে লিপ্ত হয়েছে তা রুখে দিতে হবে। আমি বিশ্বাস করি, ভারতের বিরুদ্ধে যদি কোনো সংগঠন প্রতিরোধ গড়ে তোলে, তাহলে সবার আগে তা করবে ওলামা দল। নারায়ে তাকবীর ধ্বনিতে তারা ভারতের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে।”
তিনি আরও বলেন, দেশ গঠনে আলেম-ওলামা তথা ওলামা দলকে দায়িত্ব নিতে হবে এবং এই সময়টাই সবচেয়ে উপযুক্ত।
সরোয়ার তার বক্তব্যে বলেন, “দেড় যুগ ধরে দেশের মানুষ কথা বলতে পারেনি। কোনো রাজনৈতিক দল বা অঙ্গ সংগঠন সভা-সমাবেশ করতে পারেনি। আজকের এই সমাবেশ প্রমাণ করে ওলামা দল কতটা তৃষ্ণার্ত ছিলো। মহান আল্লাহর অশেষ রহমতে দেশ থেকে অপশাসন দূর হয়েছে। এখন সময় এসেছে নতুন করে দেশ গড়ার।”
তারেক রহমানের প্রসঙ্গে তিনি বলেন, “আওয়ামী লীগ সরকার বিএনপির ওপর যে নির্যাতন চালিয়েছে তার প্রমাণ হচ্ছে আমাদের নেতা তারেক রহমান। তার বিরুদ্ধে এত মামলা হয়েছে যে গত তিন মাস ধরে দেশের বিভিন্ন আদালত থেকে মামলা বাতিল হচ্ছে। সব মামলা থেকে খালাস পেলে তবেই দেশে ফিরবেন তারেক রহমান।”
তিনি দলের কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা সবাই বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া করবেন।”
প্রধান অতিথি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, “আজকের বাংলাদেশ একটি পরিবর্তিত বাংলাদেশ, একটি নতুন বাংলাদেশ। ওলামা দল বৃহৎ পরিসরে কর্মী সমাবেশ করতে পারছে, যা গত দেড় যুগে সম্ভব হয়নি। এটি সম্ভব হয়েছে কারণ আজকের বাংলাদেশ ফ্যাসিস্টমুক্ত।”
তিনি বলেন, “ওলামা দল বিএনপির অন্যতম শক্তি। এই দলকে সুসংগঠিত রাখতে হবে। যে রক্তের বিনিময়ে নতুন স্বাধীনতা অর্জিত হয়েছে, তা ম্লান হতে দেওয়া যাবে না। এজন্য জনগণের দ্বারা নির্বাচিত সরকারকে দ্রুত দায়িত্ব দিতে হবে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য যত দ্রুত সম্ভব নির্বাচন প্রয়োজন।”
ওলামা দলের কেন্দ্রীয় আহ্বায়ক আলহাজ্ব মাওলানা কাজী মো. সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুল হক নান্নু এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা মো. নেছারুল হক।
সমাবেশের বক্তারা দলীয় ঐক্য ও দেশের বর্তমান পরিস্থিতিতে প্রয়োজনীয় সংস্কারের ওপর জোর দেন। তারা নতুন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
ভোরের আকাশ/রন