logo
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২৪ ১৮:০৮
ফুলছড়িতে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
গাইবান্ধা প্রতিনিধি

ফুলছড়িতে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের উত্তর বুড়াইল গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য সিরাজুল হক-এর দাফন সম্পন্ন হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় বিউগলে করুন সুর বাজিয়ে রাষ্ট্রীয়ভাবে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎ বন্ধু মন্ডল, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. হাফিজুর রহমান এবং স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ এ সময় উপস্থিত ছিলেন।

দ্বিতীয় ধাপে, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন রায়হানের নেতৃত্বে একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। জানাজা শেষে নিজ পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হয়।

বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের মৃত্যুতে এলাকাবাসী শোক প্রকাশ করেছেন এবং তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে জানান।

 

ভোরের আকাশ/মি