logo
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২৪ ১৫:১৫
বরিশালে অসুস্থ শ্রমিকদল নেতা সবুজের পাশে মহানগর বিএনপি
বরিশাল ব্যুরো

বরিশালে অসুস্থ শ্রমিকদল নেতা সবুজের পাশে মহানগর বিএনপি

বরিশাল মহানগর ৬নং ওয়ার্ড শ্রমিকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সবুজ খানের অসুস্থতার খবর শুনে মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ খোঁজখবর নেন।

গতকাল শনিবার সকাল ১১টায় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, বরিশাল মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাসুদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম জাহানসহ মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার (জিয়া) বলেন, “শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে অসুস্থ ৬নং ওয়ার্ড শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সবুজ খানের শারীরিক খোঁজখবর নিতে এবং মহানগর স্বেচ্ছাসেবকদলের ১নং যুগ্ম আহ্বায়ক তারেক সুলাইমানের অসুস্থ শাশুড়ির চিকিৎসার যাবতীয় খোঁজখবর নিতে আমরা মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসেছি। আমরা তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

 

ভোরের আকাশ/রন