ফেনীর সোনাগাজী উপজেলা ও পৌরসভা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। একপক্ষ ঘোষিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করলেও পদবঞ্চিতরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এবং সংবাদ সম্মেলনে কমিটি প্রত্যাখ্যান করেছে। এই পরিস্থিতিকে কেন্দ্র করে সোনাগাজী পৌরসভা এলাকায় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
কমিটি ঘোষণার পর পরিস্থিতি
স্থানীয় সূত্র জানায়, রোববার (২২ ডিসেম্বর) সকালে নানা গুঞ্জনের পর বিকেলে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের স্বাক্ষরিত এক প্রেস রিলিজের মাধ্যমে কমিটি ঘোষণার তথ্য নিশ্চিত করা হয়। ঘোষিত কমিটিতে সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে জয়নাল আবদীন বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু এবং সদস্য সচিব সৈয়দ আলম ভূঞাঁকে মনোনীত করা হয়েছে। অন্যদিকে, পৌরসভা বিএনপির আহ্বায়ক হিসেবে মঞ্জুর হোসেন বাবর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এয়াছিন হোসেন এবং সদস্য সচিব হিসেবে নিজাম উদ্দিনের নাম ঘোষণা করা হয়।
পদবঞ্চিতদের বিক্ষোভ ও প্রতিক্রিয়া
কমিটি ঘোষণার পরপরই পৌর শহরের জিরো পয়েন্ট থেকে নতুন কমিটির নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে এবং পশ্চিম বাজারে গিয়ে মিষ্টি বিতরণ করে। একই সময় পদবঞ্চিতদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন দোলন, পৌরসভা বিএনপির সভাপতি আবুল মোবারক ভিপি দুলাল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন লন্ডনী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল ইসলাম এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি নুরুল হুদা প্রমুখ।
বিক্ষোভ মিছিল শেষে জিরো পয়েন্টে সমাবেশ করে এবং পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে সংবাদ সম্মেলন করে ঘোষিত কমিটি প্রত্যাখ্যানের ঘোষণা দেয় পদবঞ্চিতরা। তারা অভিযোগ করেন, ঘোষিত কমিটির প্রেস রিলিজে কেবল জেলা সদস্য সচিব আলাল উদ্দিন আলালের স্বাক্ষর রয়েছে, তবে আহ্বায়কের স্বাক্ষর না থাকায় এই কমিটি বৈধ নয়।
সদস্য সচিবের প্রতিক্রিয়া
সন্ধ্যার পর ঘোষিত কমিটির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞাঁ সাংবাদিকদের জানান, “আমরা দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।” দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে সোনাগাজী এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে, যা স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিভাজনের ইঙ্গিত দিচ্ছে।
ভোরের আকাশ/রন