logo
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২৪ ১৭:১২
ছাড়পত্র ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ইটভাটা
লাখ টাকা জরিমানা
গাইবান্ধা প্রতিনিধি

ছাড়পত্র ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ইটভাটা

গাইবান্ধার পলাশবাড়ীতে এমএমবি নামক ইটভাটায় অভিযান চালিয়েছে প্রশাসন। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা বরিশাল ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে অবস্থিত গোপাল চন্দ্রের ওই ইটভাটায় পরিচালিত হয় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ইটভাটা স্থাপনের জন্য এক লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তফাদার বলেন, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, গোপাল চন্দ্রের অবৈধ ইটভাটার মাধ্যমে পরিবেশে দূষণ সৃষ্টি করা হয়েছে, যা জনস্বার্থে ক্ষতিকর।

 

ভোরের আকাশ/রন