রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে বিশাল আকৃতির ১৮ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। মাছটি একনজর দেখতে স্থানীয় মৎস্য আড়তে ভিড় করেন উৎসুক জনতা।
সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে দৌলতদিয়া মৎস্য আড়তে মাছটি প্রকাশ্যে নিলামে তোলা হয়। নিলামে ২,৮৫০ টাকা কেজি দরে মাছটি ৫১ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়।
দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার চাঁদনী এন্ড আরিফা মৎস্য আড়তের মালিক চাঁন্দু মোল্যা জানান, “সকালে পদ্মা নদীতে জাল ফেলেন জেলে কালাম হলদার। তার জালে বিশাল আকৃতির বোয়ালটি ধরা পড়ে। মাছটি বিক্রির জন্য আড়তে নিয়ে এলে নিলামে আমি ২,৮৫০ টাকা কেজি দরে কিনি। পরে একজন ক্রেতার কাছে ২,৯০০ টাকা কেজি দরে ৫২ হাজার ২০০ টাকায় মাছটি বিক্রি করেছি।”
পদ্মার বিশাল বোয়াল মাছটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। স্থানীয়রা জানান, পদ্মার মাছের স্বাদ ও গুণগত মানের জন্য এ ধরনের বড় মাছের চাহিদা সবসময়ই বেশি।
ভোরের আকাশ/রন