logo
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২৪ ১৮:০১
শেরপুরে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ
টঙ্গি ইজতেমা ময়দানে হামলাকারী সা'দ পন্থীদের গ্রেফতার ও শাস্তির দাবি
শেরপুর প্রতিনিধি

টঙ্গি ইজতেমা ময়দানে হামলাকারী সা'দ পন্থীদের গ্রেফতার ও শাস্তির দাবি

টঙ্গি ইজতেমা ময়দানে গভীর রাতে ঘুমন্ত তাবলীগের সাথীদের উপর সা'দ পন্থীদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে শেরপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ ডিসেম্বর দুপুর ২টায় শেরপুর জেলার সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে শহরের থানামোড় চত্বরে এ প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়।

সমাবেশে বক্তব্য দেন জামিয়া সিদ্দিকিয়া তেরাবাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা সিদ্দিক আহমাদ, ইত্তেফাকুল উলামা শেরপুর জেলা শাখার সভাপতি আল্লামা আজিজুল হক, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কাসেমী। এছাড়াও বক্তব্য রাখেন মুফতি খালিছুর রহমান, মাওলানা নজরুল ইসলাম, আবু তালেব মোহাম্মদ সাইফুউদ্দিন, মাওলানা সুলতান আহম্মেদ, মাওলানা আকরাম হোসাইন, মাওলানা ফারুক আহম্মেদ, মুবাল্লিগ সানী, এবং মাওলানা আব্দুল হালিম।

বক্তারা টঙ্গি ইজতেমা ময়দানে ঘুমন্ত তাবলীগের সাথীদের উপর অতর্কিত হামলায় জড়িত সা'দ পন্থীদের দ্রুত গ্রেফতার এবং ফাঁসির দাবি জানান। তারা আরও উল্লেখ করেন, এই সন্ত্রাসী গোষ্ঠীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। বক্তারা সাত দফা দাবি পেশ করে বলেন, এসব দাবি না মানা হলে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করা হবে।

প্রতিবাদ সমাবেশ শেষে থানামোড় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা ডিসি অফিসে গিয়ে শেষ হয়। পরে প্রধান উপদেষ্টা বরাবর ডিসি মাধ্যমে একটি স্বারকলিপি প্রদান করা হয়।

এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রায় ৫ হাজার তৌহিদী জনতা অংশগ্রহণ করেন। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।

 

ভোরের আকাশ/রন