পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রিকের ISIGOP প্রকল্পের উদ্যোগে সমাজসেবার সাথে রিকের সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
জোনাল ম্যানেজার মোঃ এমদাদুল হকের সভাপতিত্বে ও প্রকল্প সমন্বয়কারী মইনুল আহসান মুন্নার সঞ্চালনায় সমাজসেবা অধিদপ্তর, সদর ইউনিয়ন পরিষদসহ প্রবীণদের স্বার্থ সুরক্ষায় এই সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর অনুষ্ঠান হয়।
প্রধান অতিথি ছিলেন রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার- রিকের নির্বাহী পরিচালক আবুল হাসিব খান, বিশেষ অতিথি জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা ওবাইদুল কবির বাদল, এ্যাডভোকেট আহসানুল কবির বাদল, এবং উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মতিউর রহমান। আরও বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর মিনারা বেগম, মহিলা পরিষদ নেত্রী ও দুপ্রক, জেলা সম্পাদক খালেদা আক্তার হেনা, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি খালিদ আবু, ইউনিয়নসমূহের প্রশাসনিক কর্মকর্তা এবং মেম্বারবৃন্দ।
সরকারি বয়স্ক ভাতা কার্যক্রম প্রবীণদের জন্য সহজতর করা সহ সমাজের অসহায় ও অবহেলিত প্রবীণদের জন্য আর্থিক সহায়তা সহজলভ্য করার লক্ষ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। যাতে তাদের আয় নিরাপত্তা বৃদ্ধি পায় এবং প্রবীণরা মর্যাদাপূর্ণ জীবন কাটাতে পারে।
ভোরের আকাশ/রন