আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২৪ ১৬:১৫
গাইবান্ধার সুন্দরগঞ্জে
বালতির পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জে বালতির পানিতে ডুবে দেড় বছরের আয়াত মিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার রামডাকুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শিশুর নাম আয়াত মিয়া, তিনি সুন্দরগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের মোঃ সাদিক সরকারের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে ওই শিশু মা আমেনা বেগম টিউবওয়েল পাড়ে বালতিতে কাপড় ধোয়ার পর শিশুটিকে টিউবওয়েলের কাছে রেখে সেগুলো রোদে শুকাতে যায়। কিছুক্ষণ পর এসে দেখে ভরা বালতিতে শিশুটি পড়ে আছে।
পরে পরিবারের লোকজন উদ্ধার করে শিশুটিকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ভোরের আকাশ/রন