logo
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২৪ ১৬:৩৮
বরিশাল
অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ ও সাংবাদিক এক হয়ে কাজ করতে হবে
- নবাগত পুলিশ সুপার শরিফ উদ্দিন
বরিশাল ব্যুরো

অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ ও সাংবাদিক এক হয়ে কাজ করতে হবে

শতভাগ জনমুখী পুলিশ বাহিনী গড়ে তুলতে কাজ করছেন বলে জানিয়েছেন বরিশালের নতুন পুলিশ সুপার (এসপি) মো. শরীফ উদ্দীন।

গতকাল (২৩ ডিসেম্বর) বিকেলে বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানান তিনি।

এর আগে রবিবার তিনি বরিশাল জেলা পুলিশ সুপার পদে যোগ দেন।

পুলিশ সুপার শরিফ উদ্দীন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিকের মধ্যকার সুসম্পর্ক যত ঘনিষ্ঠ হবে অপরাধ তত নিয়ন্ত্রণ হবে। পুলিশ সমাজের প্রতিনিধিত্ব করে, জনসাধারণ ভালো হয়ে গেলে পুলিশের আর দরকার হবে না। শতভাগ জনমুখী পুলিশবাহিনী গড়ে তুলতে কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম গুলি ছুড়েছিল পুলিশ বাহিনী। করোনাকালেও অন্যান্য বাহিনীর চেয়ে পুলিশ বাহিনীর সদস্যরা বেশি মারা গেছেন। আমরা মানবিক পুলিশ। তা না হলে করোনাকালে যখন সন্তান বাবার কাছে যায়নি, তখনও পুলিশ বাহিনী জনসাধারণের দরজায় গিয়ে সেবা দিয়েছে।

সভায় বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টার্স ইউনিটি, প্রেস ক্লাব, মেট্রোপলিটন প্রেস ক্লাব এর নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

 

ভোরের আকাশ/রন