সাতকানিয়ায় বালুখেকোদের হামলায় ৬ জন গ্রামবাসী আহত হয়েছে। পরে ক্ষুব্ধ গ্রামবাসীর ধাওয়া খেয়ে গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে গেছে বালুখেকোরা। এ সময় অবৈধ বালুখেকোদের ফেলে যাওয়া ২টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
গতকাল ২৩ ডিসেম্বর, সোমবার দুপুর ২ টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বহনামুড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত সংঘবদ্ধ একটি চক্র ছদাহা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মনুখোলা এলাকার একটি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। উত্তোলন করা বালুগুলো ট্রাক যোগে বহনামুড়াসহ ছদাহা ইউনিয়নের বিভিন্ন গ্রামীণ সড়ক দিয়ে পরিবহন করে আসছিল।
প্রতিদিন শত শত ট্রাক বালু পরিবহনের ফলে গ্রামীণ সড়কগুলোর ব্যাপক ক্ষতি হওয়ায় স্থানীয় এলাকাবাসী বালু পরিবহনে বাধা প্রদান করে। এতে অবৈধ বালু উত্তোলনকারীরা ক্ষিপ্ত হয়ে গতকাল সোমবার দুপুরে সংঘবদ্ধ হয়ে এলাকাবাসীর উপর হামলা চালায়। এতে বালুখেকোদের হামলায় সাজ্জাদ হোসেন (২১), সাব্বির (২০), রিদোয়ান (২৩), নুরুন্নবী (৪৫), মো. শহিদ (২৩) ও সাহাব উদ্দীন (৩৩) আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে এলাকার নারী–পুরুষ একসাথে হয়ে হামলাকারীদের ধাওয়া করলে হামলাকারীরা গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায়। এসময় হামলাকারীদের ফেলে যাওয়া দুটি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয় এলাকাবাসী।
এ ব্যাপারে ছদাহা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য আবদুস ছবুর জানান, ঘটনার সময় আমি ইউনিয়ন পরিষদে ছিলাম। পরে এলাকাবাসীর কাছে জানতে পারলাম গ্রামীণ সড়ক দিয়ে বালু আনতে নিষেধ করায় বালুখেকোরা গ্রামবাসীর উপর হামলা চালায়। পরে এলাকাবাসী একত্রিত হয়ে উল্টো ধাওয়া করলে হামলাকারীরা গুলি ছুঁড়তে ছুঁড়তে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ক্ষুব্ধ এলাকাবাসী বালুখেকোদের ফেলে আসা ২টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনো কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/রন