logo
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২৪ ১৯:১৯
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে নারীর মাথা উদ্ধার; গর্তে পুড়ানো হয় দেহ
জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে নারীর মাথা উদ্ধার; গর্তে পুড়ানো হয় দেহ

ছবি: নারীকে পুড়ানোর ঘটনায় পুলিশ যুবক ফারহান রনিকে আটক করে নিয়ে যাচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ায় মাটির গর্তে ঢুকিয়ে একজনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে জেলার আখাউড়া গাজীর বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ মরদেহ উদ্ধারের পর দেখা যায়, ভিকটিমের শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। সকালে মরদেহটি নারী নাকি পুরুষের তা নিশ্চিত না হওয়া গেলেও হাতে চুরি থাকায় তা কোনো নারীর বলে ধারণা করেন সবাই। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। আটক যুবকের নাম ফারহান রনি।

তিনি উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগ সম্পাদকের ছেলে। পরবর্তীতে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজির বাজার এলাকার একটি পুকুর থেকে মরদেহের মাথাটি উদ্ধার করা হয়। নিহত নারীর নাম হরলুজা(৫০)। তিনি স্থানীয় নুরুল ইসলাম ব্যাপারীর স্ত্রী। তিনি ওই এলাকায় একটি কলোনিতে বসবাস করতেন। ভোরের আকাশকে বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার গাজীর বাজার এলাকায় এক ব্যক্তির বাড়ি থেকে রাজহাঁস চুরি হয়। মঙ্গলবার সকাল ৭টার দিকে হাঁস খুঁজতে এসে শাহনেওয়াজ ভুঁইয়ার জায়গায় পরিত্যক্ত টিনের ভাঙা ঘর থেকে ধোঁয়া ও উৎকট গন্ধ বের হতে দেখেন। সেখানে থাকা ফারহান রনি জানান, তিনি পাতা পোড়াচ্ছেন।

কিন্তু তার কথায় বিশ্বাস না হলে হাঁসের মালিক দুই ভাই রোমান ও এনামুল এবং তাদের চাচাতো ভাই উবায়দুল ঘরের ভেতরে কী হচ্ছে তা দেখতে চায়। এ সময় ফারহান ক্ষুব্ধ হয়ে তাদের চলে যেতে বলায় তাদের মনে সন্দেহ প্রকট হয়। পরে গ্রামের লোকজন গিয়ে গর্তে পুড়তে থাকা মরদেহ দেখতে পান। পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়। এ বিষয়ে আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলাম জানান, একজনকে পুড়িয়ে ফেলা হয়েছে। লাশের মাথা নেই; মরদেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। সিআইডি ও পিবিআই কাজ করছে।

 

ভোরের আকাশ/মি