logo
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২৪ ১৯:২৪
ধলিয়ায় স্বপ্ন নিয়ে স্পোর্টিং ক্লাব রাত্রিকালীন মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ফেনী জেলা প্রতিনিধি

ধলিয়ায় স্বপ্ন নিয়ে স্পোর্টিং ক্লাব রাত্রিকালীন মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

'খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল' এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনী সদরের ধলিয়ায় স্বপ্ন নিয়ে রাত্রিকালীন মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

গত সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ক্লাব সংলগ্ন মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন ৮নং ধলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ফোরকান। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন সানস্ সোলজার বনাম স্বপ্ননিয়ে ওয়ারিয়স্, বাগেরহাট টাইটানস্ বনাম ইয়ং বয়েজ বাগেরহাট। স্বপ্ননিয়ে (মানবতার কল্যাণে) এর সভাপতি মো: আবদুল আজিজ (সেলিম) এর সভাপতিত্বে মনিরুল ইসলাম মুরাদ ও ইমাম হাসান অপুর সঞ্চালনায় উদ্বোধনী ম্যাচে বিশেষ অতিথি ছিলেন ৮নং ধলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: নুর নবী, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, ৮নং ধলিয়া ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জসিম উদ্দিন মোহরার, মো: ইলিয়াস সেলিম, দিদারুল ইসলাম, সাখাওয়াত হোসেন। এবারের টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করছেন। বাকী দলগুলো হল স্বপ্ননিয়ে ভিক্টোরিয়াস্, স্পোর্টিং বাগেরহাট, ইউনিক স্কোয়াড স্বপ্ন নিয়ে, নাইট রাইডার্স বাগেরহাট ।উল্লেখ যে, আগামী ০৩ জানুয়ারি উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ।খেলা পরিচালনা করেন সাজেদুল্লাহ রনি। টুর্নামেন্টে স্পন্সর হিসেবে রয়েছে- প্রগতি লাইফ ইনসুরেন্স কোম্পানী লিমিটেড, ইসরাত ট্রেডার্স, দিদার মেটাল এন্ড ওয়ার্কসপ, কন্ট্রাকটর কাজী সিরাজ । মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে –দৈনিক ভোরের আকাশ, কাজী টিভি,দৈনিক স্টার লাইন।

স্বপ্ননিয়ে (মানবতার কল্যাণে) এর সভাপতি মো: আবদুল আজিজ সেলিম জানান, যুব ও তরুণ সমাজকে মাদক ও অনাচার থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা ও ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ-সম্প্রীতি রচিত হয় । সামনের দিকেও আমাদের সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে'।

 

ভোরের আকাশ/মি