কবি শামসুন্নাহার মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমানের পরিকল্পনা ও বাস্তবায়নে ড্রিমাস ট্রেন পাঠাগারের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে স্কুলের সুসজ্জিত একটি কক্ষে দৃষ্টিনন্দন পাঠাগারটির উদ্বোধন করা হয়। এর আগে পাঠাগারটিতে বিভিন্ন মনিষীদের জীবনী,ধর্মীয়,বিজ্ঞান,সাহিত্য, ইতিহাসসহ অনেক বিষয়ভিত্তিক প্রায় এক হাজার বই দেয়া হয়।
পাঠাগারটি উদ্বোধনকালে ইউএনও আরিফুর রহমান বলেন, সুনাগরিক হওয়ার জন্য জ্ঞান অর্জনের বিকল্প নেই। ছাত্র-ছাত্রীরা মোবাইলের কারণে বিচ্যুত হয়ে যাচ্ছে। একাডেমিক জ্ঞানের পাশাপাশি অন্তত সব বিষয়ে কম-বেশ জানবে এ প্রয়োজনীয়তা থেকে মূলত পাঠাগারটি করার চিন্তা আসে। আশা করি শিক্ষার্থীরা এতে উপকৃত হবে। তিনি বলেন, বই পাঠ ও পাঠাগারে অবস্থানের উপর ভিত্তি করে প্রতিমাসে একজন পাঠককে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।
স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী উম্মে কায়নাত বলেন, পাঠাগারটি অনেক মূল্যবান বই দিয়ে সাজানো হয়েছে। আমরা বইগুলো পড়ে এখান থেকে জ্ঞানার্জন করতে পারবো। সানজিদা তাবাসসুম রাইসা ইউএনওকে ধন্যবাদ জানিয়ে বলেন,আমাদের স্কুলে কোন লাইব্রেরি ছিল না। এখন একাডেমিক পড়ার পাশাপাশি লাইব্রেরীতে বসে আমরা সময় কাটাতে পারবো।
আরেক শিক্ষার্থী আয়শা আক্তার বলেন, ড্রিমাস ড্রেন হলো স্বপ্নবাজদের আড্ডাখানা। আমরা যারা বড় হওয়ার স্বপ্ন দেখি, পাঠাগারটি আমাদের আলোর পথ দেখাবে।
ড্রিমাস ড্রেন পাঠাগার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মহিউদ্দিন আহমেদ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুল কাদের মিনার, জাহাঙ্গীর আলম প্রমুখ।
ভোরের আকাশ/মি