logo
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২৪ ১৬:২৫
ব্রাহ্মণবাড়িয়ায় নতুন পুলিশ সুপার এহতেশামুল হক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন পুলিশ সুপার এহতেশামুল হক

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবাগত পুলিশ সুপার এহতেশামুল হক - ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়া জেলায় নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন এহতেশামুল হক। তিনি ২৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন কর্মকর্তা। এর আগে তিনি পুলিশ সুপার হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স এবং পিবিআই, মৌলভীবাজার জেলায় দায়িত্ব পালন করেছেন।

নবাগত পুলিশ সুপার এহতেশামুল হক জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল নাগরিকের সহযোগিতা কামনা করেন। তাঁর যোগদান উপলক্ষ্যে গত ২৪ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সের ড্রিলশেডে বিশেষ কল্যাণ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা নবাগত পুলিশ সুপারকে স্বাগত জানান এবং তাঁদের অনুভূতি প্রকাশ করেন। সভায় পুলিশ সুপার একটি নিরাপদ, সু-শৃঙ্খল ও মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়তে সকলকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

বিশেষ কল্যাণ সভায় মো. ইকবাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

ভোরের আকাশ/রন