logo
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২৪ ১৮:০৮
বরিশালে চোরাই গরু উদ্ধার অভিযানে পুলিশের ওপর হামলা
৪ সদস্য আহত
বরিশাল ব্যুরো

বরিশালে চোরাই গরু উদ্ধার অভিযানে পুলিশের ওপর হামলা

বরিশালের হিজলা উপজেলার চুনার চর এলাকায় চোরাই গরু-ছাগল উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের অভিযানে হামলার শিকার হয়ে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ।

মঙ্গলবার সকালে আহত পুলিশ সদস্যদের দেখতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যান বরিশাল জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন। তিনি আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

আহত পুলিশ সদস্যরা হলেন কাজিরহাট থানার এসআই আলমগীর হোসেন, হিজলা থানার এসআই রফিকুল ইসলাম, পিএসআই আব্দুর রহিম এবং কনস্টেবল মো. শাহীন।

ওসি আবুল কালাম আজাদ জানান, মেঘনা নদী বেষ্টিত চুনার চর এলাকা হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজিরহাট থানার সীমান্তে অবস্থিত। দুর্গম এই এলাকায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে চুরি করে গরু-ছাগল ও মহিষ এনে মজুদ করা হয়। তিনি বলেন, “৫ আগস্ট থেকে এ পর্যন্ত ৬০০ থেকে ৭০০ গরু-মহিষ ও ছাগল চুরির ঘটনা ঘটেছে। গোপন সূত্রে জানা যায়, এসব চুরি যাওয়া পশুর সিংহভাগ চুনার চর গ্রামে মজুদ রাখা হয়েছে। চুরির ঘটনার সঙ্গে ওই এলাকার রুবেল নামের একজন জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। তার নামে একাধিক মামলা রয়েছে।”

তিনি আরও জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে চোরাই গরু উদ্ধার ও রুবেলকে গ্রেপ্তারের জন্য পুলিশের ১১ সদস্যের একটি দল চুনার চরে অভিযান চালায়। অভিযানের সময় স্থানীয় গ্রামবাসী দেশি অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করে। একপর্যায়ে পুলিশ সদস্যরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।

খবর পেয়ে হিজলা থানার অতিরিক্ত পুলিশ সদস্যসহ মেহেন্দিগঞ্জ ও কাজিরহাট থানার যৌথ দল ঘটনাস্থলে পৌঁছে রাত আড়াইটার দিকে আহত চার পুলিশ সদস্যকে উদ্ধার করে। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বরিশালের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন।

 

ভোরের আকাশ/রন