logo
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০২৪ ১৩:২১
আখাউড়ায় রেলস্টেশন থেকে নারীর মৃতদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আখাউড়ায় রেলস্টেশন থেকে নারীর মৃতদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া গঙ্গাসাগর রেলস্টেশন থেকে অজ্ঞাতনামা (৪২) এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জসিম উদ্দিন জানান, রেলস্টেশন এলাকা থেকে অজ্ঞাত ওই নারীর মৃতদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওসি আরও জানান, কীভাবে ওই নারীর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত করা সম্ভব হয়নি। নিহত নারীর পরিচয় শনাক্ত করতে পিবিআইকে ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করতে বলা হয়েছে।

পরিচয় শনাক্ত না হলে লাশটি দাফনের জন্য ব্রাহ্মণবাড়িয়ার বাতিঘর সামাজিক সংগঠনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

 

ভোরের আকাশ/রন