পিরোজপুরে আন্ত:ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে বিসিএস শিক্ষকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধন আয়োজিত হয়। জেলার বিভিন্ন কলেজের বিসিএস শিক্ষকেরা এতে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। ফ্যাসিস্ট সরকারের শাসন থেকে মুক্ত হয়েছি। তাই আমরা আর কোনো বৈষম্য চাই না। ব্রিটিশ আমল থেকেই শিক্ষা ক্যাডার ক্যাডার সার্ভিসের অন্তর্ভুক্ত ছিল। কিন্তু এখন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবে শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে ক্যাডার বহির্ভূত করার সুপারিশ করা হয়েছে। এটি আমাদের প্রতি বৈষম্যপূর্ণ আচরণ প্রদর্শন করবে। আমরা এ বৈষম্য মেনে নিতে পারি না। আমরা আমাদের অধিকার নিশ্চিত করার দাবি জানাই।”
মানববন্ধনে বক্তব্য দেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়, পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সহকারী অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন সিকদার, সহকারী অধ্যাপক মোঃ শাহিন রেজা এবং প্রফেসর মোঃ ইলিয়াস বেপারি।
ভোরের আকাশ/রন