logo
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০২৪ ১৮:০৫
টিএমআর কারখানা চালুর নির্দেশ
সাভার (ঢাকা) প্রতিনিধি

টিএমআর কারখানা চালুর নির্দেশ

সাভারে বন্ধ থাকা গবাদিপশুর পুষ্টিকর খাবার তৈরির কারখানা ‘টোটাল মিক্সড রেশন (টিএমআর)’ পুনরায় চালুর নির্দেশনা দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে কারখানাটি পরিদর্শন শেষে তিনি এ নির্দেশ দেন।

সাভারের কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, সকাল ৯টার দিকে টিএমআর কারখানা পরিদর্শনে আসেন উপদেষ্টা ফরিদা আখতার। তিনি কারখানার বিভিন্ন যন্ত্রপাতি ও স্থাপনা ঘুরে দেখেন এবং কারখানাটি বন্ধ থাকার কারণগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চান।

প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা তাকে জানান, কারখানা চালুর প্রধান সমস্যা হলো জনবলের অভাব। উপদেষ্টা ফরিদা আখতার এ সমস্যার দ্রুত সমাধান করে কারখানাটি চালু করার নির্দেশ দেন।

প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (উৎপাদন) এ.বি.এম খালেদুজ্জামান বলেন, "মূলত জনবলের অভাবই এখানে প্রধান সমস্যা। উপদেষ্টা মহোদয় টিএমআর কীভাবে দ্রুত চালু করা যায় সে বিষয়ে আমাদের স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। আমরা দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা করছি।"

 

ভোরের আকাশ/রন