আপডেট : ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
চিতলমারী, বাগেরহাটে
আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
‘ক্যাডার যার মন্ত্রণালয় তার, উপসচিব পদে সকল কোটার অবসান চাই, জনবান্ধব সিভিল সার্ভিস চাই’, এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের আয়োজনে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোঃ আহমেদ ইকবাল, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সিফাত আল মারুফ, মৎস্য অফিসার শেখ মোঃ আসাদুল্লাহ, মেডিকেল অফিসার ডাঃ মোঃ আবু ইসানুর, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ হাবিবুর রহমান, সমাজ সেবা অফিসার মোঃ সোহেল পারভেজ, আইসিটি অফিসার মোঃ আসাদুজ্জামান প্রমুখ।
ভোরের আকাশ/রন