logo
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২৪ ১৭:০৫
সিজেএফডি’র নবনির্বাচিত সভাপতি মুজিব মাসুদ ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন
নিজস্ব প্রতিবেদক

সিজেএফডি’র নবনির্বাচিত সভাপতি মুজিব মাসুদ ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন

ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত চট্টগ্রামের সাংবাদিকদের সংগঠন ‘চিটাগাং জার্নালিস্ট ফোরাম’-ঢাকার (সিজেএফডি) নতুন কমিটি (২০২৫-২০২৬) গঠন করা হয়েছে। নতুন এই কমিটির সভাপতি হিসেবে মুজিব মাসুদ (যুগান্তর) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোয়াজ্জেম হোসেন রোকন (বাসস)।

শনিবার মতিঝিলের সন্দ্বীপ ভবনে সিজেএফডির নিজস্ব কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা শেষে ফোরাম সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিজেএফডির সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি কাশেম মাহমুদ (বাসস), যুগ্ম সাধারণ সম্পাদক তারেক সিকদার (বৈশাখী টিভি) অর্থ সম্পাদক তৌহিদুল ইসলাম রানা (ইন্ডিপেন্ডেন্ট টিভি), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার হাসান (শাহরিয়ার বাঁধন) (গ্লোবাল টেলিভিশন ) এবং ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক এস এম জিয়া (সরাসরি)।

এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন- কমর উদ্দিন (চাটগাঁ), শিপংকর শীল (দৈনিক ভোরের আকাশ), হুমায়ুন কবির (যুগান্তর), উম্মুন নাহার আজমি (ইন্ডিপেন্ডেন্ট টিভি)।

এর আগে সিজেএফডির ২১তম বার্ষিক সাধারণ সভা সংগঠনের সভাপতি মামুন আবদুল্লাহ'র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বিগত বছরের আর্থিক প্রতিবেদন সাধারণ সদস্যদের সম্মতিতে অনুমোদন দেয়া হয়।

সিজেএফডির সাধারণ সম্পাদক তৌহিদুর রহমানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সিনিয়র সাংবাদিক মেসবাহ উদ্দিন জঙ্গি চৌধুরী, অনুপ খাস্তগীর, শাহীন উন আলম, মোস্তফা কামাল, মাসুমুর রহমান খলিলী, সাইফ ইসলাম দিলাল, মামুন আবদুল্লাহ, ফাহিম আহমেদ, সায়েম টিপু, শামীম জাহাঙ্গীর।

এ সময় উপস্থিত ছিলেন সিজেএফডির সিনিয়র সদস্য এনামুল হক, রহিম শাহ, খোকন বড়ুয়া, রুবাইয়াত সুলতানা সাকি, সোমা চাকমা প্রমুখ।

ভোরের আকাশ/ সু