logo
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২৪ ১১:৩৭
ফুলবাড়ীতে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতিকে উৎসবমুখর সংবর্ধনা
স্টাফ রিপোর্টার, দিনাজপুর

ফুলবাড়ীতে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতিকে উৎসবমুখর সংবর্ধনা

দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামানের আগমন উপলক্ষে বিএনপি’র পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় - ভোরের আকাশ

দিনাজপুরের ফুলবাড়ীতে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইনজীবী এবং ফুলবাড়ীর কৃতি সন্তান ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামানের আগমন উপলক্ষে সংবর্ধনার আয়োজন করা হয়। শনিবার বিকেল তিনটায় ফুলবাড়ী মহিলা কলেজ চত্বরে উপজেলা বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের উদ্যোগে পরিচিতি সভা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামানকে ফুল দিয়ে সংবর্ধনা জানান ফুলবাড়ী উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরিচিতি সভায় বক্তব্য প্রদানকালে ব্যারিস্টার কামরুজ্জামান বলেন, “আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আপনাদের মাঝে থাকতে পারছি। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ আবার স্বাধীনতা অর্জন করেছে। এই আন্দোলনে ছাত্র-জনতা, দিনমজুর এবং বিভিন্ন শ্রেণির মানুষের অংশগ্রহণ ছিল। যারা এ আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি।”

তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসনামলে আমাকে বাংলাদেশে আসতে দেওয়া হয়নি। এমনকি আমার পিতার মৃত্যুর সময়ও দেশে থাকতে পারিনি। আজ আপনাদের মাঝে ফিরে এসে আমি আনন্দিত।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ফুলবাড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা মো. নবীউল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন। আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদ এবং জেলা যুবদলের আব্দুল মনাফ মণ্ডল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আবুল বাসার, মোজাফফর হোসেন চৌধুরী, আবু ফুরহাদ বাচ্চু, নাজমুল হক নাজিম, আব্দুল মজিদ মণ্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

ভোরের আকাশ/রন